বগুড়া প্রতিনিধি: বিদেশী ভাষা শিক্ষার আড়ালে খ্রিস্টান ধর্মে দীক্ষা দেওয়ার অভিযোগে দুইজনকে সদর থানা হেফাজতে নেয়া হয়েছে। বগুড়া খ্রিস্টান মিশনারি স্কুল সংলগ্ন উত্তরা ডেভলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি, ইউডিপিএস এর একটি হলরুম ভাড়া নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করে আসছিল নিউজিল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা ট্রান্সজেন্ড।
শুক্রবার দুপুরে গোপন সূত্রে জানতে পেরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবী বিভাগের শিক্ষার্থী রেদোয়ান হোসেনের নেতৃত্বে ১৫/২০ জন শিক্ষার্থী উত্তরা ট্রেনিং সেন্টারে ঢুকে প্রশিক্ষণার্থীদের জিজ্ঞাবাদ করে বিষয়টির সত্যতা নিশ্চিত হন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার হিসাবরক্ষক হারুন-অর-রশীদ ও জাহিদ হোসেনকে বগুড়া সদর থানা হেফাজতে নেয়। তবে প্রশিক্ষণে ডেলিগেট হিসেবে অংশ নেয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উত্তরা ট্রেনিং সেন্টারে নারীসহ বিভিন্ন বয়সী ২০/২৫ জন ব্যক্তিকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে অবহিত করছিলেন কয়েকজন প্রশিক্ষক। তারা বাইরে হিব্রু ও গ্রিক ভাষা শেখানোর কথা বললেও বাস্তবে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার কাজ করছিলেন। আগত প্রশিক্ষণার্থীদের দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা করে প্রশিক্ষণ ভাতা দেয়ার লোভ দেখিয়ে প্রশিক্ষণে আনা হয়।
প্রশিক্ষণার্থীরা প্রথমে খ্রিস্টান ধর্ম সম্পর্কে দীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার না করলেও পরে পুলিশ এলে তারা পুলিশের কাছে সবকিছু স্বীকার করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশিক্ষণের আয়োজকরা বাংলাদেশে তাদের কোনো অফিস নেই বলে জানিয়েছেন। ইউডিপিএস-এর হলরুমটি দৈনিক ২৮০০ টাকায় ভাড়া নিয়ে তারা এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
জানা যায়, দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সাহায্য-সহযোগিতা ও বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে অতি কৌশলে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা চালায় এই দলটি। নেদারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে তহবিল সংগ্রহ করে এসব কার্যক্রম পরিচালনা করেন তারা। এদের টার্গেট মূলত নারীসহ দেশের গরীব, স্বল্প শিক্ষিত ও বেকার যুবক শ্রেণি।
Leave a Reply