বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে প্ল্যান পাশ করে জমি দখলের অভিযোগে মোছা. মিনা নামের এক বৃদ্ধা শনিবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ওয়ারিশসূত্রে শহরের জলেশ্বরীতলায় সাবেক ২১৮৯, হাল ৮৭১১, ৮৭১৯, ৮৭২০ নং দাগে ২৪.৬০ শতাংশ জমির মালিকানাপ্রাপ্ত হই। উক্ত সম্পত্তির ১৩ শতাংশের কাতে ৪.৬০ শতাংশ সম্পত্তির উপর মহাস্থান টাওয়ার নামক ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ডেভলপার প্রতিষ্ঠান প্ল্যান পাশ করিয়ে উক্ত সম্পত্তি দখলের অপচেষ্টা করছেন।
দক্ষিণ পার্শ্বে নূর মসজিদ লেন রাস্তা রেখে পূর্ব পাশ দিয়ে আমার মালিকানাধীন জায়গার উপর দিয়ে রাস্তা দেখিয়ে আমার স্বাত্ব দখলিয় জমি দখল করে মহাস্থান টাওয়ার নামে একটি ভবন নির্মানের কাজ শুরু করা হচ্ছে। তিনি বলেন, ডেভলপার মোঃ এনামুল হক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়াজেদ আলীসহ ডেভলপারগণ সকলে মিলে প্রভাব খাটিয়ে এই সম্পত্তির উপর ভবনটি নির্মাণ করছেন।
তিনি বলেন, পৌরসভায় অভিযোগ দিলে পৌরসভা কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তথাপি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে অবৈধভাবে ভবনের নির্মাণ কাজ বন্ধের দাবী জানান।
Leave a Reply