বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরতলীর শৈলালপাড়া এলাকার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জান্নাত বেকারীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওই বেকারীতে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পন্য তৈরী করা ছাড়াও নষ্ট ডিম ব্যবহার, মানবদেহের জন্য ক্ষতিকর এমন রং ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পন্য উৎপাদন এবং বাজারজাত করণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কালে বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ আলী খান এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply