রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়না ঘর তৈরির মুলহোতা নাজমুল ইসলাম আরাফাতকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।।
জানাযায় উপজেলা চান্দাইকোনা ইউপির পশ্চিমলক্ষিকোলা গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র এই নাজমুল ইসলাম আরাফাত। তিনি দীর্ঘ দিন ধরে আয়না ঘরে মানুষ জিম্মি রেখে মুক্তিপন আদায় করতো এমনটা জানিয়েছেন মিনি আয়না ঘর থেকে মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার। শুক্রবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষিবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জুব্বার (৭৫) একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিখোঁজ শিল্পী খাতুন ও আব্দুল জুব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ীতে আন্ডার গ্রাউন্ডে আয়না ঘর তৈরি মুলহোতা আরাফাতের সংঘবদ্ধ একটি চক্র। দীর্ঘ ছয় মাস জিম্মি থাকা শিল্পী খাতুন কান্না জনিত কন্ঠে বলেন, আরাফাত আমাকে অচেতন ইনজেকশন পুশকরে রাখতেন। কিছু দিন হলো ইনজেকশন পুশ না করায় আমি একটু স্বাভাবিক হয়ে বের হওয়া পথ খুঁজতে শুরু করি। আরাফাতে রেখে যাওয়া কেচি দিয়ে শুরুকরি মাটি খোড়া একপর্যায়ে দীর্ঘ দিন চেষ্টা করে শুক্রবার রাত তিনটার দিকে সুরংঙ্গ তৈরি করে আয়না ঘর থেকে আমরা দুইজন বের হয় । পরে আমাদের নিকট আত্মীয়কে বিষয়টি খুলে বলি।
পরে অপহরণকৃতদের দেয়া তথ্য মতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আয়না ঘরের সন্ধ্যান করতে থাকে। একপর্যায়ে শুক্রবার সকালে অভিযান চালিয়ে এই আয়না ঘরের সন্ধান পাওয়া যায়। এ সময় চক্রের মুলহোতা আরাফাত ইসলামকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আয়না ঘরের বিস্তারিত তথ্য বের করতে দুই দিনের রিমান্ডে নিয়ে আসে রায়গঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায় মুক্তি প্রাপ্ত দুই জনের পক্ষ থেকে বাদি হয়ে প্রায় ১২ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান দুই মামলার প্রধান আসামি, আয়না ঘরের মুলনায়ক আরাফাতকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
Leave a Reply