বগুড়া অফিস: বগুড়ায় অস্ত্রসহ ৭ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পূর্ব বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ শহরের দত্তবাড়ি তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সার ভেতর থেকে চাইনিজ কুড়াল, চাপাতি ও বার্মিজ চাকুসহ এদেরকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাকারিয়া ইসলাম (২৪), গোকুল পলাশবাড়ি এলাকার মোমিন মন্ডলের ছেলে সিএনজি চালক মামুন ইসলাম (২৩), সদর থানার চালিতাবাড়ি এলাকার মন্টু প্রামানিকের ছেলে মেহেদী হাসান (২৪), গোকুল বোরহান গেট এলাকার নাহিনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (২০), শিবগঞ্জ উপজেলার মহাস্থান মোল্লাপাড়ার আবু সাইদের ছেলে জহির মোল্লা (১৯), মহাস্থান পাথরপাড়ার ইমদাদুল হকের ছেলে রিমন আহমেদ (১৮) এবং মহাস্থান প্রতাব বাজু এলাকার মজনু মিয়ার ছেলে রহমত স্বপ্ন (১৮)। গ্রেফতারকৃতরা একসময় কিশোর গ্যাংয়ের সদস্য ছিল।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ছিনতাই বা ডাকাতির জন্য তারা শহরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি বড় চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি বেতের লাঠিসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
Leave a Reply