বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঐ ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠায়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
তৌহিদুর রহমান তৌহিদ সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি। শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ তৌহিদকে গ্রেফতার করে। শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে
বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহী কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে তৌহিদকে আদালতে হাজির করার খবর পেয়ে বিকেল থেকেই ছাত্র-জনতা আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করে। তারা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। নিরাপত্তার কারণে তৌহিদকে আদালতের হাজত খানায় রাখা হয়। সন্ধ্যার পর ছাত্র-জনতার উপস্থিতি বেড়ে যায়।
রাত সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি প্রহরায় তৌহিদকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানে হামলা চালানোর চেষ্টা করে । এ সময় সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তৌহিদকে প্রিজন ভ্যানে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেফতারকৃত তৌহিদের অতীত কর্মকাণ্ডে ছাত্ররা বিক্ষুব্ধ ছিল। আদালত চত্বরে শিক্ষার্থীরা সেইরক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে। তবে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তৌহিদকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply