বগুড়া প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় ডিপ-ফ্রিজের ভেতর থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে দুপচাঁচিয়া শহরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের পার্শ্বে জয়পুরপাড়া মহল্লায় ৪তলা বাসার তৃতীয় তলায় গৃহবধু উম্মে সালমা (৪৭) কে হত্যা করে ডিপ-ফ্রিজের ভিতরে লাশ রেখে যায় দুর্বৃত্তরা। নিহত গৃহবধু সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী।
জানা যায়, ঘটনার দিন মাওলানা আজিজুর রহমান ও তার ছেলে ১০ম শ্রেণির শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসায় অবস্থান করছিলেন। এ সময় সালমা বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ঘরের স্টিলের আলমারী ভাঙ্গার চেষ্টা করে এবং আসবাবপত্র ও কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে। সাদ বিন আজিজুর রহমান ছুটির পরে দুুপুর পৌনে ২টায় বাসায় এসে ঘরের কাপড় চোপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায়। এ সময় সে তার মাকে বাসায় না দেখতে পেয়ে খোঁজাখুজি করে এবং তার বাবাকে খবর দেয়।
পরে তার বাবা মাওলানা আজিজুর রহমান বাড়িতে এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে সালমাকে হাত-পা বাঁধা অবস্থায় ডিপ-ফ্রিজের মধ্যে দেখতে পান। এ সময় তাকে ডিপ-ফ্রিজ থেকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারনা, পূর্ব শত্রুতার জের ধরে অথবা ডাকাতির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধু সালমাকে দুর্বৃত্তরা হত্যা করে তার লাশ ডিপ-ফ্রিজে রেখে চলে যায়।
Leave a Reply