বগুড়া প্রতিনিধি: কৃত্রিম ফ্লেভার আর ডালডায় তৈরি হচ্ছিল বগুড়ার নামকরা প্রতিষ্ঠানের নিউ গন্ধেশ্বরী ব্র্যান্ডের ঘি। ইতোপূর্বে অফিসে ডেকে ভেজাল ঘি তৈরি না করতে সতর্ক করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। নিউ গন্ধেশ্বরী তাদের কারখানায় দীর্ঘদিন যাবত ভেজাল ঘি তৈরি করে ঢাকাসহ সারাদেশে বিক্রি করে আসছিল। সোমবার দুপুরে বগুড়ার রাজাবাজারস্থ প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভেজাল ঘি তৈরির দায়ে ভ্রাম্যমান আদালত তিন লাখ টাকা জরিমানা করেন।
এর আগে তাৎক্ষণিকভবে নিউ গন্ধেশ্বরীর ঘি মালিক-শ্রমিকদের সামনেই পরীক্ষা করা হয়। এছাড়াও দোকানে ডালডা ক্রয়ের সত্যতা পাওযা যায়। নিউ গন্ধেশ্বরীর মালিক ঘি তৈরির বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করলে আদালত তাকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা করেন।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে আদি গন্ধেশ্বরী ঘি-কে সর্তক করার পাশাপাশি পরিবেশ আইনে রাজা বাজারের মুকুল স্টোর থেকে ১৮৮ কেজি পলিথিন জব্দ ও প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply