বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে আবুল কালাম কালা (৭০) নামের বৃদ্ধ খুন হয়েছেন। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে নিজ বাড়ির সামনে গলা কেটে হত্যা করে আঙিনায় ফেলে রেখে চলে যায়। নিহত কালা শাজাহানপুর থানার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের ছইম উদ্দিনের পুত্র। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। শাজাহানপুর থানা পুলিশ ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা করছেন। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারনা, পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানায় নিবিড় তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply