বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এলাকায় কনসার্ট দেখাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেদী হাসানের পেটে ছুরিকাঘাত করে। নিহত মেহেদী হাসান বগুড়া শহরের মালগ্রাম এলাকার মো. রফিকুল ইসলামের পুত্র।
জানা যায়, শনিবার রাত আটটার দিকে শহরের সরকারি আজিজুল কলেজ এলাকায় একদল দুর্বৃত্তের সাথে কনসার্ট দেখাকে কেন্দ্র করে মেহেদী হাসানের কথা কাটাকাটি হয়। এ সময় দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে মেহেদী হাসানের পেটে আঘাত করে। ছুরিকাঘাতে মেহেদীর পেটের নাড়ি-ভুঁড়ি পেট থেকে বেরিয়ে পড়ে। এতে তার শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানা পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছেন।
Leave a Reply