বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাজু বাবু (২২) ও পপি বেগম (৩১) কে আটক করেছেন।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যৌথবাহিনীর সহায়তায় উল্লিখিত মাদক ব্যবসায়ীদের বাসায় অভিযান চালিয়ে দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রাজু বাবু শহরের চকসূত্রাপুর এলাকার রতন শেখের পুত্র এবং পপি বেগম একই এলাকার আল মামুন সানির স্ত্রী। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply