বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ছুরিকাঘাতে নিহত মেহেদী হাসানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম রকিকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলার বিহার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রকি বগুড়া শহরের জহুরুল নগর এলাকার মঞ্জুর রহমান ডিউ এর পুত্র।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামী হত্যার ঘটনাটি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গত শনিবার রাত ৯ টায় মেহেদী হাসানকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যা করে। পরে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা শুকী বেগম শ্যামলা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে মোট ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় পূর্ব শত্রুতার জেরে মেহেদীকে আসামীরা হত্যা করেছে মর্মে বাদী উল্লেখ করেন। হত্যাকাণ্ডে বাকি অভিযুক্তরা হলেন, বগুড়া শহরের জহুরুল নগর এলাকার মো. মতি (২০) ও মো. শাকিল (২১)।
Leave a Reply