1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
শাজাহানপুরে বন্ধুকে হত্যার দায়ে ৩ বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ - বাংলার ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শাজাহানপুরে বন্ধুকে হত্যার দায়ে ৩ বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুদের উপুর্যপুরি ছুরিকাঘাতে আহত এক বন্ধু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় উপজেলার বেজোড়া গ্রামে তিন বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেজোড়া গ্রামের স্কুলপাড়া ও হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। এর আগের দিন সোমবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রেজাউল ইসলাম ওরফে রনি (৩৬)। নিহত রেজাউল ইসলাম উপজেলার চকলোকমান দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রেজাউল ইসলামের সাথে তার বন্ধু বেজোড়া স্কুলপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে আকরাম (৩০) ও রানা (২৫), বেজোড়া হিন্দুপাড়ার মৃত সজল দাসের ছেলে সজিব (২০), শুকুর আলীর ছেলে সুজন (২০), আব্দুর রশিদের ছেলে সুমন (২৫), কিনু মন্ডলের ছেলে সজিব (২২) সহ কয়েকজনের সাথে বেশকিছু দিন যাবত বিরোধ চলে আসছিল।

এক পর্যায়ে গত ১১ নভেম্বর রাত ৮টার দিকে রেজাউল ইসলাম রনি তার সহযোগী নজরুল ইসলামকে সাথে নিয়ে বেজোড়া হিন্দুপাড়ায় জনৈক ব্যক্তির কাছে জমির ক্রয়ের বায়না করতে যান। পথিমধ্যে হিন্দুপাড়া বটতলা নামক স্থানে পৌঁছলে উল্লেখিত বন্ধুরা পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করে রেজাউল ও নজরুলকে এলোপাথারী মারপিট করে।

এক পর্যায়ে রেজাউল ইসলামের মাথায় ও পিঠে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রেজাউল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় রেজাউল ইসলামের মা রওশন আরা বাদি হয়ে এজাহারনামীয় ১০জনসহ অজ্ঞাতনাম ১০-১২ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় অভিযোগ করেন।

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দুপুরে রেজাউল ইসলাম মারা যান। তার মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরদিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত রানা, সজিব ও সুমনের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত