ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় সব্জীবোঝাই ট্রাক থেকে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মোঃ আবুল কালাম (৫০) কে সব্জীবোঝাই ট্রাকসহ আটক করা হয়। জব্দ করা ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ন-১৯-৩৬৬১।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বগুড়া শহরের তিনমাথা রেলগেটে কুটুম বাড়ি হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় রংপুর থেকে ঢাকাগামী একটি সব্জেবোঝাই ট্রাকে তল্লাশী চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ক সার্কেলের একটি টিম। এ সময় ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় তৈরিকৃত চেম্বারের ভিতর সাজিয়ে রাখা ২টি পোটলা থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও ট্রাকে থাকা সাড়ে পাঁচ টন বেগুনসহ ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক মোঃ আবুল কালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার ছোট খাটামারি গ্রামের মৃত. আব্দুস ছবুর এর পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply