ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের ২০২৫ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ আলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হিসেবে শামীম আলম, কোষাধ্যক্ষ হিসেবে সানাউল হক শুভ, এবং নির্বাহী সদস্য হিসেবে রাহাত রিটু, জহুরুল ইসলাম, শামীম আলম, আমিনুল ইসলাম মুক্তা ও রবিউল ইসলাম বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর বগুড়া শহরের স্কাইভিউ রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪ সালের কমিটি ভেঙে দিয়ে নির্বাচনী কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম এবং সদস্য হিসেবে দায়িত্ব পান সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। এছাড়া সভায় সংগঠনের সাবেক সভাপতি রাহাত রিটু, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, শামীম আলম এবং কোষাধ্যক্ষ সানাউল হক শুভ বক্তব্য রাখেন।
নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং বগুড়ার ক্রীড়া সাংবাদিকতার উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সদ্য নির্বাচিত সভাপতি মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক এইচ আলিম।
Leave a Reply