ওয়াহেদ ফকির, বগুড়া: কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ০২ জানুয়ারি ২০২৫, বিকাল ৩ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারপুরে শহীদ রনি আন্তঃউপজেলা ফুটবল টুনামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে শিবগঞ্জ শ্রমিকদল নেতা শহীদ রনির নামে, যিনি ২০১৩ সালে গুলিতে নিহত হন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মীর শাহে আলম তার বক্তব্যে শহীদ রনির আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং যুবসমাজকে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “শহীদ রনি ছিলেন শিবগঞ্জ উপজেলার এক সাহসী শ্রমিকদল নেতা। শহীদ রনি আমাদের জন্য এক প্রেরণার উৎস, তার আত্মত্যাগ আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে চিরকাল স্মরণীয় থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম,মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সারোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্থানীয় দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। এটি শিবগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত একটি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে বিভিন্ন উপজেলার তরুণদের ফুটবল দলগুলো অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ এবং একতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করবে বলে আয়োজকরা আশা করেন।
শহীদ রনি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন উপলক্ষে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় যুব সমাজ ও ফুটবল অনুরাগী দর্শকরা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply