বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কোনো আশার আলো দিতে পারছেন না।
অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আম্মু ভালো নেই। বাকিটা আল্লাহর হাতে।”
ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। পরবর্তীতে রক্তে সংক্রমণ ধরা পড়ে। অসুস্থতার বিষয়টি তিনি গোপন রেখেছিলেন।
অঞ্জনা রহমানের অভিনয়-জীবন শুরু ১৯৭৬ সালে। প্রথম চলচ্চিত্র ছিল ‘দস্যু বনহুর’। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঢালিউডে তার অবদান অবিস্মরণীয়। তিনি দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
তার পরিবার তার দ্রুত সুস্থতার সবার নিকট দোয়া কামনা করেছেন।
Leave a Reply