স্বাস্থ্য প্রতিবেদক: বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ রেডিওথেরাপি সেবা সংকটে পড়েছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ছয়টি রেডিওথেরাপি মেশিনই বর্তমানে অকেজো। ফলে দেশের একমাত্র পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্রটি রেডিওথেরাপি সেবা দিতে পারছে না।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. জাহাঙ্গীর কবির জানান, মেশিন মেরামতের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ সেবা চালু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ অবস্থায় রোগীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
বর্তমানে দেশে রেডিওথেরাপির জন্য প্রয়োজনীয় ৩০০টি মেশিনের বিপরীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে মাত্র ৩৭টি মেশিন রয়েছে, যার অনেকগুলোই অকেজো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর ১.৫৬ লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়। কিন্তু রেডিওথেরাপি মেশিনের ঘাটতির কারণে অধিকাংশ রোগী চিকিৎসা থেকে বঞ্চিত।
বিশেষজ্ঞরা ক্যান্সার চিকিৎসায় ফাস্ট ট্র্যাক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তারা বলছেন, মেশিন কেনা ও মেরামতের প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয়ে গুরুত্ব দিতে হবে।
রেডিওথেরাপি সেবা বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। চিকিৎসার অপেক্ষায় থাকা অনেকেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
Leave a Reply