ঢাকা অফিস: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডনে নেয়া হবে। লন্ডন পৌঁছে সরাসরি যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে খালেদা জিয়াকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (৬ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। লন্ডন বিমানবন্দরে তাকে রিসিভ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ড. জোবাইদা রহমান এবং লন্ডন বিএনপির নেতারা। ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার চিকিৎসক দল এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
চিকিৎসার বিষয়ে ডা. জাহিদ বলেন, “লন্ডন ক্লিনিকে ম্যাডামের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হলে সেটিও ওই হাসপাতালেই করা হতে পারে। তবে তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
তিনি আরও জানান, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি নিজেও দেশবাসীর জন্য দোয়া করছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশবাসীর দোয়া এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমেই খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে তারা আশাবাদী।
Leave a Reply