ঢাকা অফিস: রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে নির্বাচনের নির্ধারিত তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠককালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
01713688602
Saiful Jamai
01711 810 629
Leave a Reply