ওয়াহেদ ফকির, বগুড়া: সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সোমবার (১৫ জানুয়ারি) শুরু হচ্ছে ‘বগুড়া শিল্প ও বাণিজ্য মেলা’। বিকেল ৫টায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। এ মেলা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ব্রাদার্স কর্পোরেশন।
ব্রাদার্স কর্পোরেশনের স্বত্বাধিকারী ওয়াহিদ আরিফ জানিয়েছেন, মেলাকে আকর্ষণীয় করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় থাকছে ৬টি প্যাভিলিয়ন এবং ৮০টি স্টল, যেখানে দেশীয় বিভিন্ন আকর্ষণীয় পণ্য প্রদর্শিত হবে। তবে, এবারের মেলায় কোনো বিদেশি প্যাভিলিয়ন থাকছে না।
দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ইলেকট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভূতের বাড়ি এবং শিশুদের জন্য আধুনিক রাইড। মেলায় প্রবেশের জন্য নির্ধারিত টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র ২০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে দেশের খ্যাতিমান বাউল শিল্পী সুকুমার বাউলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। স্থানীয় শিল্পীরা জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ জানিয়েছেন, বগুড়ার ব্যবসা-বাণিজ্যকে উজ্জীবিত করা এবং স্থানীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যেই এ মেলার আয়োজন।
Leave a Reply