নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রাত ৯টায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে প্রধান উপদেষ্টার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা হলে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন আরো ১৬ জন। তাঁরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সাবেক প্রধান আইন কর্মকর্তা এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, আ.ফ.ম. খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুক-আজিম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
এদের মধ্যে ১৩জনকে আজ শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ঢাকার বাইরে থাকায় আজ শপথ গ্রহণ করেননি উপদেষ্টা ফারুক-ই-আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। তবে এদের সবাইকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
নতুন এই সরকার ইতোমধ্যেই রাষ্ট্র সংস্কারের বিশেষ উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছে। বৈষম্য দূরীকরণ, মানবাধিকার সুরক্ষা, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করে দেশে একটি দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীল পরিবেশ বিনির্মাণে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন একাধিক উপদেষ্টা। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হয়।
Leave a Reply