নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার বেলা আড়াইটার পর বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
নিজের ফেসবুক পেজ-এ এক ভিডিও বার্তায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ইতোমধ্যে পদত্যাগ করেছেন। জানা গেছে, তার পদত্যাগপত্রটি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য বিধি অনুযায়ী এটি রাষ্ট্রপতির কাছে পাঠাবে। তবে অন্যান্য বিচারপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
এর আগে আরেকটি ভিডিও বার্তায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, আপনারা শান্ত হোন। আদালতে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এগুলোর ক্ষতি হলে জাতির অনেক ক্ষতি হয়ে যাবে।
আজ শনিবার সকালে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে বৈঠক ডাকেন। খবরটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। তাছাড়া হাইকোর্টের অন্যান্য আইনজীবীরাও এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে বিক্ষোভ শুরু করেন।
ঘণ্টাখানেকের মধ্যে্ হাজার হাজার শিক্ষার্থী সুপ্রিম কোর্টের চারপাশে জমায়েত হয়ে দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেন। এ অবস্থায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতিদের বৈঠক বাতিল করে পদত্যাগের ঘোষণা দেন।
দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসাবে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তিনি শপথ নেন।
Leave a Reply