নারায়নগঞ্জ প্রতিনিধি: দু’দিন আগে জামিনে মুক্ত হয়েই ঘোষণা দিয়েছিলেন নারায়নগঞ্জের আড়াইহাজার থানাকে সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত করার। এর ঠিক দু’দিন পর সেই নেতার অনুসারীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে চাঁদার দাবীতে বিভিন্ন অফিস ও কারখানায় তালা ঝুলিয়ে দেয়ার।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগের তীর ছুঁড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর দিকে। তারা জানান, নারায়নগঞ্জের আড়াইহাজার থানাসহ আশপাশের এলাকায় এরই মধ্যে এই নেতার ছত্রছায়ায় চাঁদাবাজীর শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে।
গত ২ দিনে ভুলতা থেকে পাঁচদোনা পর্যন্ত সড়কে আড়াইহাজার থানার আওতাধীন সাতগাঁও ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকার ২ শতাধিক অফিস ও কারাখানায় তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে।
তবে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম কোনো অভিযোগ তারা পাননি। তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, ইউএস বাংলার অফিসসহ বেশ কয়েকটি কোম্পানির অফিস ও কারখানায় তালা লাগিয়ে দিয়ে গেছে চাঁদাবাজরা। চাঁদা না দিলে প্রতিষ্ঠান খোলা যাবেনা বলে হুঁশিয়ারি করে গেছে তারা। খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদাবাজরা নিজেদের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ এর লোক পরিচয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে ।
দেয়াবই এলাকার আনোয়ার তালুকদার ও সাত্তার মেম্বাররের ফ্যাক্টরিতে তালা দেয়া হয়েছে। তালা লাগানো হয়েছে সাতগাঁও এলাকার রফিকুল ইসলামের ফ্যাক্টরিতে।
এছাড়াও পুরিন্দা বাজার এলাকার বারো আউলিয়া ফ্যাক্টরি, ওয়াদুদ চেয়ারম্যানের ফ্যাক্টরি, কাদির মিয়ার ফ্যাক্টরি, মোশারফ হোসেনের ফ্যাক্টরি ও ইউএস বাংলা এ্যাসেট এর অফিসে তালা লাগানোর খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply