নিজস্ব প্রতিবেদক: ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট পদসমূহে পুলিশ সুপার পদমর্যাদার অন্য ২৪ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে পুলিশে রদবদল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হলো।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ২৪ জেলার পুলিশ কর্মকর্তার এই বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
একনজরে দেখে নিন ২৪ জেলায় কারা পুলিশ সুপার হিসেবে বদলি হলেন এবং কারা পুলিশ সুপার হলেন।
Leave a Reply