ইন্টারন্যাশনাল ডেস্ক: বৃটেনে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে ধুমপান। চাইলেই আর যেখানে সেখানে ধুমপান করা যাবেনা। তামাকজাত দ্রব্য সেবনে বৃটিশ নাগরিকদের মৃত্যর হাত থেকে রক্ষা করতে নেয়া হচ্ছে এমন উদ্যোগ। এনিয়ে সরব হয়েছেন দেশটির খোদ প্রধামন্ত্রী।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সাংবাদিকদের জানিয়েছেন, ন্যাশনাল হেলথ সার্ভিস(এনএইচএস ) এর উপর চাপ কমাতেই তার সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। হাসপাতালের বাইরে, পাবের বাগানে, রেস্টুরেন্টের বাইরে ও খেলার জায়গাগুলোতে নিষিদ্ধের কথা বলেছেন প্রধানমন্ত্রী।
বিশেষজ্ঞরা বলছেন , সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করবেন সংসদের অনেক সদস্য। কারণ, এতে দেশের বিনোদন সেক্টরগুলোতে প্রভাব পড়বে। তথ্য বলছে, সিগারেট ব্যবহার করার কারণে বৃটেনে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। মানুষের জীবন বাঁচাতে ও এনএইচএস এর উপর চাপ কমাতেই এমন সিবৃটেদ্ধান্তের কথা জানিয়েছেন স্টারমার।
Leave a Reply