বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ান পরিষদ”। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সংগঠনের নেতৃবৃন্দ বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম এর নিকট এই স্মারকলিপি প্রদান করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদকে উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ ঘোষণা, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা এবং দশম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবীতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত দাবীতে বলা হয়, দেশের সকল সরকারি দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসাবে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় দশম গ্রেডে বেতন প্রদান করা হয়। এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপথসহ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি সকল দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে বেতন দেয়া হয়। অথচ, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন হয় দপ্তর ভেদে ১৪তম থেকে ১৬তম গ্রেডে।
স্মারকলিপিতে বলা হয়, ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন গ্রেড দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করা হয়। এর আগে ২০০৬ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকেও একই রকম সুপারিশ করা হয়।
সবশেষ ২০১৮ সালের ২৯ মে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৫২৫১/২০১৩ নম্বর রীট পিটিশনের রায়ে প্রজাতন্ত্রে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য় শ্রেণির মর্যাদাসহ দশম গ্রেডে বেতন দেয়ার আদেশ দেয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ উচ্চ আদালতের ঐ আদেশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবী জানান।
সম্মিলিতভাবে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার এসোসিয়েশন, বিএমএসএ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ ফেরদৌস হাবিব, সাধারন সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, বাংলাদেশ সেটেলমেন্ট সার্ভেয়ার এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ সেখ, বগুড়া পানি উন্নয়ন্ন বোর্ড এর মোঃ সাফকাত রেজা, সড়ক ও জনপথ বিভাগের মোঃ আব্দুল আজিজ প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সার্ভেয়ারগণ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply