বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যুবলীগ ও শ্রমিকলীগ নেতা রাসেলের নেতৃত্বে শহর শ্রমিকদলের কার্যালয়ে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শ্রমিকলীগ নেতা রাসেল ও তার অনুসারীরা শ্রমিকদলের শহর শাখা কার্যালয়ে ফুলসহ ফাইল কেবিনেট, ঘড়ি ও অন্যান্য আসবাবপত্র প্রদান করে শ্রমিকদলে যোগদান করতে যান। এ সময় তাদের স্বাগত জানান বগুড়া শহর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক সোহাগ ও হায়দার আলী।
কিন্তু বাধ সাধেন বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা ও জাতীয়তাবাদী হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী। এ সময় রাসেল ও নূর মোহাম্মদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
নূর মোহাম্মাদ রাঙ্গা অভিযোগ করেন, কথা কাটাকাটির জের ধরে সোমবার বিকালে তার বাড়িতে ৮-৯ জন দুর্বৃত্ত সন্ত্রাসী হামলা চালিয়েছে। জানা যায়, হামলার সময় স্থানীয় জনতা কয়েকজন হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে ঘণ্টা দু’য়েক পরে তাদের ছেড়ে দেন।
নূর মোহাম্মদ রাঙ্গা জানান, এ ব্যাপারে জেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট অভিযোগ জানানো হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি একরাম হোসেন ও সাধারন সম্পাদক আহসান হাবীব ফিরোজ।
Leave a Reply