বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে নৃশংস খুনের শিকার হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী স্বপন (২৮)। সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তবে আরেকটি সূত্রে মোট ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত অপর ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার (২২ সেপ্টেম্বর ২০২৪ইং) সন্ধ্যা ৬:১৫ টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা-চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে খুন করে।
এর আগেও শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী মেহেদী হাসান বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে। শাবরুলে সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।
Leave a Reply