ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৬ষ্ঠ শ্রেনির স্কুলছাত্র জুনায়েদ ইসলাম রাতুলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন। বুধবার বিকেলে জেলা প্রশাসক হোসনা আফরোজা নিজ কার্যালয়ে শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানের হাতে অনুদানেরব ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।
জেলা প্রশাসক এ সময় শহীদ রাতুলকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি রাতুলের পরিবারকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
তিনি বলেন, “ছোট্ট রাতুল শুধু বগুড়ার নয়, গোটা দেশের সম্পদ। রাতুলের মত সোনার টুকরাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মা শান্তি পাবে।”
তিনি শহীদ রাতুলের খুনিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শহীদ রাতুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের দিন বিকেলে বিজয় মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথার দিকে যাওয়ার সময় বড়গোলা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় স্কুলছাত্র রাতুল। দীর্ঘ ৪১ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।
Leave a Reply