বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বগুড়া জেলা বিএনপির অফিস ভাঙচুর ও আগুনে অফিসের মালামাল পুড়িয়ে দেয়ার অভিযোগে বগুড়া সদর থানায় দায়েরকৃত মামলায় প্রণব ঘোষ ওরফে প্রসেনজিৎ ঘোষ (৪৭) নামে আওয়ামীলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে শহরের রাজাবাজার এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রসেনজিৎ বগুড়া শহরের চেলোপাড়া এলাকার সাবেক পৌর কাউন্সিলর সুকুমার ঘোষের পুত্র।
জানা যায়, গত ১৬ জুলাই বিকেল ৫টার দিকে বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে জেলা বিএনপি অফিসের কয়েক লাখ টাকার মালামাল পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় ১ মাস পর গত ১৭ আগস্ট জেলা যুবলীগ সভাপতি লিটন কুমার পোদ্দারসহ ২০০/২৫০ জনকে আসামী করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত প্রসেনজিতের সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ। বৃহস্পতিবার র্যাব বগুড়ার একটি দল শহরের রাজাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে বগুড়া সদর থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়। এ রিপোর্ট লেখার সময় বৃহস্পতিবার বিকেলে সদর থানার এসআই মো. স্বপন মিয়া গ্রেফতারকৃত প্রজেনজিৎকে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করার প্রস্তুতি চলছিল।
Leave a Reply