বগুড়া প্রতিনিধি: বগুড়ার নিশিন্দারায় বিএনপি নেতা হারুনুর রশিদ সাজুকে মারপিট করে দোকানের মালামাল লুটের ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন আহত সাজুর ভাই আব্দুর রহিম।
আহত সাজু জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। নিশিন্দারায় নিজ বাসা সংলগ্ন দোকানে তিনি ব্যাটারির ব্যবসা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা গত ৯ জানুয়ারি ভোর ৪ টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় সাজুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দোকানের ব্যাটারিসহ অন্যান্য মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে সাজু তাদের বাঁধা দেয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে স্টিলের পাইপ দিয়ে আঘাত করে। এতে সাজু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ডাকাতরা ব্যাটারি, নগদ টাকাসহ দোকানের প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহতাবস্থায় সাজুকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুদ্দিন মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতদের সনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
Leave a Reply