তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার তথ্য ভবনে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধনী বক্তব্যে সচিব বলেন, উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য প্রকল্প ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন, প্রতিটি ধাপে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সচিব আরও জানান, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ১০টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আহ্বান জানান, যেন তারা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সম্পদব্যক্তি হিসেবে সেশন পরিচালনা করেন সাবেক সচিব মোস্তা গাউসুল হক। দিনব্যাপী এই প্রশিক্ষণে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।