আমতলীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান-২০২৫

মহিবউল্লাহ কিরন,বরগুনা
আমতলীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান-২০২৫ পালিত হয়। ০৯অক্টোবর মধ্যরাতে আমতলী উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মা ইলিশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সাথে ছিলেন আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)দেওয়ান জগলুল হাসান,অতিথি হিসেবে ছিলেন মো. রাসেল মৃধা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং গণমাধ্যম কর্মী।
ইউএনও রোকনুজ্জামান খান জনগণকে এই সময়ে ইলিশ সংরক্ষণে সহযোগিতা করার জন্য জেলে ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন