বগুড়ার আদমদিঘীতে পিতা কর্তৃক নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৩নং ওয়ার্ডের লকু সিভিল কলোনিতে এক কিশোরী নির্যাতনের অভিযোগে তার পিতা জিল্লুর রহমান (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দ্রুত ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর মা ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান ও এসআই মো. আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এবং ভুক্তভোগীকে উদ্ধার করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা নং-১২ রুজু করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, “৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।”
স্থানীয়রা পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।