বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাজাহানপুর থানার গণ্ডগ্রামের মানিক হোসেনের পুত্র পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, রাতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। নিহতদের লাশ ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply