বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার মানিক (৪০) ও তার আপন ছোট ভাই লিটন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা শহরের কদিমপাড়া এলাকার মৃত সোলায়মান আলীর পুত্র। শনিবার সকালে শহরের কদিমপাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। মানিক বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক। তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ ৩ টি এবং লিটনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক ও হত্যাসহ ১ টি আইনে মামলা রয়েছে।
মানিকের পরিবার জানায়, বাড়িতে ঘুমিয়ে থাকাবস্থায় ডিবি পুলিশের একটি টীম তাদের বাড়িতে অভিযান চালায়। ভোর ৬ টার দিকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা ডিবি হেফাজতে ছিলেন। তবে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
Leave a Reply