রাজশাহী অফিস: রাজশাহীর পবা উপজেলার এয়ারপোর্ট থানা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেলে মহানগরীর পবার দুয়ারীতে অনুষ্ঠিত সমাবেশে এয়ারপোর্ট থানা জামায়াতের সভাপতি মাওঃ কাজী সুজা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ জাসিম সরকার।
প্রধান অতিথির বক্তব্য মোঃ জসিম উদ্দিন সরকার বলেন, অতীতে যারা মাদকের বিরুদ্ধে কথা বলতেন, যারা মাদক নির্মূল অভিযানে দায়িত্বে ছিলেন, তারাই সমাজে মাদক ব্যবসার হোতা ছিলেন। মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে জাতির এই ক্রান্তিকালে ইসলাম ও নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। এক্ষেত্রে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সচেতনতা দরকার ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানা জামায়তের সেক্রেটারি এ্যাড. মোঃ মশিউর রহমান, দুয়ারি ফালাহুল মাদ্রাসা সভাপতি এনায়াতুল্লাহ খান সবুজ, নওহাটা ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক আজমুল রহমান মধুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply