বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১২ এর অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিল ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকালে বগুড়া র্যাবের একটি আভিযানিক দল বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রহবল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল গ্রামের গোলাম মওলা মোল্লার পুত্র মো. রাশেদ মোল্লা (৪৫) ও লালমনিরহাট জেলার আদিতমারী থানার খাতাপাড়া মাজার এলাকার মকবুল হোসেনের পুত্র মো. নয়ন মিয়া (২৭) কে উল্লিখিত মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply