বরিশাল অফিস: চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালের নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন। এ সময় সরকারিভাবে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
শ্রমিকদের কর্মবিরতির মাঝে যাত্রীবাহী নৌযান চলাচল অব্যহত থাকলেও বরিশালে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ
নৌযান শ্রমিক ফেডারেশন, বরিশালের নেতা একিন আলী মাস্টার বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে। সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Leave a Reply