বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় উপশহর ফাঁড়ির পুলিশ এসব মাদক উদ্ধার করে।
জানা যায়, বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকায় শনিবার সকাল আনুমানিক ৯ টায় যাত্রীবাহী বাস থেকে ফেন্সিডিলের বোতল রাস্তায় পড়ে যায়। এ সময় পথচারীরা বিপুল পরিমাণ ফেনসিডিল লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয় জনগণ বাসটি আটক করে উপশহর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মালিকবিহীন ২শ’ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে জড়িত বাসটিকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
Leave a Reply