বিনোদন প্রতিবেদক: বাংলাদেশি সিনেমায় নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘টগর’। পরিচালনা করবেন আলোক হাসান। নতুন বছরের প্রথম দিনেই অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে ধুন্ধুমার অ্যাকশনের আভাস পাওয়া গেছে। লাশ ছড়িয়ে-ছিটিয়ে থাকা একটি দৃশ্যের মধ্যে নিথর এক দেহ টেনে নিতে দেখা যায় আদরকে। ভয়ার্ত চোখে দীঘি তাকিয়ে আছেন তাঁর পাশে। হঠাৎ একজন আক্রমণকারী দীঘির দিকে তেড়ে আসলে, আদর সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে হত্যা করেন। পুরো টিজার জুড়ে রোমাঞ্চ ও থ্রিল বজায় ছিল।
সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, “কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে…টগর।”
আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে এবং মুক্তি দেওয়া হবে এ বছরেই।
এই চরিত্র নিয়ে আদর আজাদ বলেন, “এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।” দীঘি বলেন, “গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।”
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও আদর আজাদের নতুন সিনেমা ‘লীলা’-এর টিজার প্রকাশিত হয়েছিল। তবে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা থাকলেও সিনেমাটির কাজ থেমে যায়। টগরের টিজারের সঙ্গে লীলার কিছুটা মিল থাকলেও নির্মাতা জানিয়েছেন, এটি সম্পূর্ণ ভিন্ন প্রজেক্ট।
নির্মাতা আলোক হাসান বলেন, “লীলা এবং টগর ভিন্ন সিনেমা। নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। তবে সেটি আবার শুরু হবে। তার আগে টগরের কাজ সম্পন্ন করব।”
‘টগর’ নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সিনেমাটি কতটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারে।
Leave a Reply