ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় চালের বাজারে অসাধু ব্যবসায়িক কার্যকলাপ রোধে জেলা টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বগুড়ার কলোনী বাজার ও খান্দার বাজারে দুপুর ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জেলা টাস্কফোর্স কমিটির নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা খাদ্য অফিসের প্রতিনিধিরা ও জেলা পুলিশের একটি দল।
অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মুনাফায় চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না থাকা, এবং খাদ্যশস্য লাইসেন্স ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন ব্যবসায়ীকে মোট ২৭,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ব্যবসায়ীদেরকে ভবিষ্যতে এসব অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। ব্যবসায়ীদের উদ্দেশে বলতে চাই, মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্য মুনাফা গ্রহণ এবং আইন অনুসারে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা টাস্কফোর্স কমিটি জানিয়েছে, বাজারের স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply