ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেলের একটি দল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় বিভিন্ন সিএনজি তল্লাশি করে মাদকসহ এই দুইজনকে আটক করা হয়।
অভিযানের সময় মোঃ আব্দুল ওয়াহাব (২২) নামে এক যুবকের কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল ও মোছাঃ হাজেরা বেগম (৫০) নামে এক নারীর কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উভয় আসামীকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল ওয়াহাব দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মঞ্জুরুল ইসলামের পুত্র এবং হাজেরা বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আব্দুল ওয়াহাব আলীর স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে পৃথক দুটি মামলা দায়ের করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply