ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ার কাহালু থানার মুরইল ইউনিয়নের সামান্তাহার পোড়াপাড়া গ্রামে র্যাবের অভিযানে ২১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় এবং র্যাব-১২ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামান, পিপিএম (অতিরিক্ত ডিআইজি)-এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল নওগাঁ থেকে বগুড়াগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মনসুর কোল্ড স্টোরের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মোঃ পলাশ (৩৩) এবং তার স্ত্রী মোছাঃ রাখি খাতুন (২৭)। তাদের বর্তমান ঠিকানা রাজশাহীর গোদাগাড়ি থানার ভাগাইল পশ্চিমপাড়া গ্রামে।
অভিযানে তাদের কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply