ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে জেলার শিবগঞ্জ থানার দেউলি ইউনিয়নের রহবল হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে নারায়ণগঞ্জের কাঁচপুরগামী একটি কার্গো ট্রাকে মাদক বহনের খবর পায় তারা। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র্যাব-১২ এর অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম), অতিরিক্ত ডিআইজির দিকনির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে কার্গো ট্রাক তল্লাশি করে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ সময় ২২ কেজি গাঁজা ছাড়াও একটি কার্গো ট্রাক, তিনটি মোবাইল, চারটি সিম, নগদ ৫ হাজার ৬৪৫ টাকা এবং ট্রাকে থাকা ১৬,৬০০ কেজি ভুট্টা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুরারকুঠি গ্রামের তোতা মিয়ার পুত্র শফিকুল ইসলাম (৩৮), ও আমির আলীর পুত্র আসাদুল ইসলাম (৩৭)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে আসামীদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply