1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
বগুড়ায় ১২ বছর আগে হারানো সন্তান ফিরে পেতে মানববন্ধন - বাংলার ২৪ ঘণ্টা
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে বারোমাসি তরমুজ চাষে লাভবান কৃষক বগুড়ায় ইতিহাস বিষয়ক সায়েন্টিফিক সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রায়গঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রমিজ ডে পালিত রায়গঞ্জে তিনফসলী জমিতে কোম্পানি স্থাপনের প্রতিবাদে মানববন্ধন রায়গঞ্জের মিনি আয়না ঘরের মুলহোতা আরাফাত রিমান্ডে বগুড়ায় সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ ওসির প্রত্যাহার দাবী বগুড়ায় ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও মুক্তিপণ দাবি রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদিবাসীদের মানববন্ধন রাজশাহীতে আধুনিকতার ছোঁয়ায় হোটেল স্টার বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে অপহরণ
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় ১২ বছর আগে হারানো সন্তান ফিরে পেতে মানববন্ধন

  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
বগুড়ায় ১২ বছর আগে হারানো সন্তান ফিরে পেতে মানববন্ধন
বগুড়ায় ১২ বছর আগে হারানো সন্তান ফিরে পেতে মানববন্ধন

ওয়াহেদ ফকির, বগুড়া: সন্তান চুরি হয়ে যাওয়ার ১২ বছর পরও নিজের সন্তানকে পুরোপুরি ফিরে পাননি এক মা। বিচারহীনতা ও হয়রানির অভিযোগ তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বগুড়ায় এক মানববন্ধন সন্তান হারানো মা মোছা: তাজমিনা আক্তার।

ভুক্তভোগী তাজমিনা আক্তারের অভিযোগ, ২০১২ সালে প্রতারণার মাধ্যমে তাঁর সন্তানকে চুরি করা হয়। দীর্ঘ ১২ বছর ধরে তিনি আইনি লড়াই চালিয়ে গেলেও সন্তানের ওপর তাঁর পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। ২০২৪ সালের ৩১ অক্টোবর বগুড়া জেলা পরিষদের সামনে থেকে তিনি তাঁর চুরি যাওয়া সন্তানকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। তবে এক সপ্তাহ পর প্রতিপক্ষের চক্রান্তে পুলিশ তাঁকে আটক করে এবং তাঁর সন্তানকে আবারও প্রতিপক্ষের হাতে তুলে দেয়।

তাজমিনা আক্তার জানান, বগুড়া সদর থানার ওসি মোঃ মইনউদ্দিনের নির্দেশে এসআই মোঃ রাজিব হোসেন ও মোঃ শহিদুল তাঁকে থানায় নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। তাঁর অভিযোগ, থানায় তাঁকে আলাদা কক্ষে আটকে রেখে তাঁর বোরকা, হিজাব ও ওড়না খুলে নেওয়া হয় এবং সারা রাত ফ্লোরে থাকতে বাধ্য করা হয়। পরদিন তাঁকে আদালতে পাঠানো হলে কোনো শুনানি ছাড়াই তাঁকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, ১৫ দিন কারাগারে থাকার পর ১৩ নভেম্বর বগুড়া জেলা দায়রা জজ আদালতে ডিএনএ রিপোর্ট উপস্থাপন করলে আদালত তাঁকে জামিন দেন এবং তাঁর সন্তানের বিষয়ে ইতিবাচক রায় দেন। তবে মামলার আসামিরা এখনো জামিনে মুক্ত এবং বিভিন্নভাবে তাঁকে ও তাঁর আইনজীবীকে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে তাজমিনা আক্তার বলেন, তাঁর মামলা থেকে আসামিদের রেহাই পেতে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি আসামিরা তাঁর সন্তানসহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে। তাঁকে মুঠোফোনে হুমকি দিয়ে বলা হচ্ছে, বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের শিকার হতে পারেন।

তিনি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়ে বলেন, যেন তাঁর সন্তান চুরির ঘটনায় জড়িত ব্যক্তিরা উপযুক্ত শাস্তি পায় এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।

তাঁর আইনজীবী মোঃ রবিউল ইসলাম বলেন, “আমার মক্কেলের ন্যায়বিচার পাওয়া অধিকার আছে। কিন্তু প্রতিপক্ষের প্রভাব ও হুমকির কারণে মামলার সুষ্ঠুভাবে পরিচালনায় বাধা সৃষ্টি হচ্ছে। আমরা চাই, এ মামলার যথাযথ তদন্ত ও বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মা তাঁর সন্তান হারানোর ভয় না পান।”

মানববন্ধনে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। সবাই দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত