রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অসাদাচরণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার লক্ষিবিষ্ণুপ্রসাদ গ্রামের মৃত মফিজ উদ্দিন খানের ছেলে ছানোয়ার হোসেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করেন। তবে ওসি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওসি আসাদুজ্জামান বিভিন্ন মামলার বিবাদীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে তাদের পক্ষে মামলার ফাইনাল রিপোর্ট দেন। একই সঙ্গে, মামলার বাদীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে বিএনপি, জামায়াত ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত করেন।
ছানোয়ার হোসেন জানান, তিনি গত ৩ নভেম্বর ২০২৪ তারিখে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২, বাৎসরিক নং-১৭৭, ধারা-৪৭৭/৪৩৬/৪৭৭/৩৪, প্যানেল কোড-১৮০, কোর্ট পিটিশন নং-২৭/২৪)। তার মামলার পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকার পরও বিবাদীদের কাছ থেকে ঘুষ নিয়ে মামলার ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে তিনি জেলা পুলিশ সুপার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপুলিশ পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ওসি আসাদুজ্জামানের অসাদাচরণের কারণে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, “প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”
এদিকে, জেলা পুলিশ সুপার ফারুক হোসেন জানান, “অভিযোগটি এখনো আমার হাতে পৌঁছায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply