ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষণ অফিস থেকে বড় অঙ্কের অর্থ চুরির ঘটনা ঘটেছে। গত ২ এপ্রিল, বুধবার, হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত এই অফিস থেকে প্রায় দেড় লক্ষ টাকা টাকা চুরি হয়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসে ৫ এপ্রিল, শনিবার সকালে।
সকাল সাড়ে ৯টার দিকে উপ-পরিচালক ডঃ মোঃ আব্দুল ওয়াদুদ তার কার্যালয়ে আসেন। তখন তার পিয়ন মোহাম্মদ এনামুল হক তাকে চুরির বিষয়ে অবহিত করেন।
তাৎক্ষণিকভাবে উপ-পরিচালক প্রধান হিসাব রক্ষক মোঃ মামুনুর রশিদকে অফিসে ডেকে পাঠান।
প্রথমে মামুনুর রশিদ জানান, ১০ হাজার টাকা চুরি হয়েছে। কিন্তু পরে, দুপুর ১২টার দিকে তিনি জানান, চুরি হওয়া টাকার পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক জানান, আগামী সাত দিনের মধ্যে চুরি যাওয়া অর্থ উদ্ধার না হলে দায়ীদের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর হাসপাতালজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উপ-পরিচালক জানান এ বিষয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। শিগগিরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply