বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নিজের তিন সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকায় প্রতিপক্ষের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আবুল কালাম আজাদ নামের এক বিএনপি কর্মী। তিনি বগুড়া শহর শাখার ৬ নং ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও একজন মুদি ব্যবসায়ী। বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তার পুত্র, পুত্রবধু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী তার সাথে ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সবুজ ব্যাপারী নামে এক ব্যাক্তি গত ০২ সেপ্টেম্বর তাকে সন্ত্রাসী হিসাবে আখায়িত করে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি বলেন, আমি একজন সাধারন মুদি ব্যবসায়ী বিএনপির একজন সাধারন কর্মী। তাদেও দেয়া তথ্যেও ভিত্তিতে গত ৩০ আগস্ট শুক্রবার সড়ে ১০টার দিকে সেনাবাহিনী আমার বাড়ি তল্লাশি করে। কিন্তু তারা কোনো অবৈধ কিছুই আমার বাসায় পায়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার তিন সন্তান বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে নিয়মিত পোস্ট দেয়। একারণে তখন থেকেই আওয়ামীলীগের লোকজন তাকে ও তার সন্তানদেরকে হয়রানী করে যাচ্ছে। ইতোপূর্বে তারা আমার সন্তানদের উপর হামলা করে এবং আমার বাড়িতে ভাংচুর চালায়। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এখনো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
Leave a Reply